সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ৯।। নববর্ষ — অমিত কাশ‍্যপ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ৯।। 



নববর্ষ 

অমিত কাশ‍্যপ


নকুরবোষ্টমীর মাঠ, অপরাহ্ণ লেগে আছে

সেই মাতাল করা কাঁটাঝাঁপ, বঁটিঝাঁপ

গাজনের মেলা থেকেই কেমন এক উৎসব

নববর্ষের সুর যেন মনোহরপুকুরের পাশটিতে


প্রাচীন এক পুকুর, প্রাচীন এক জনবসতি

রাধামাধব মন্দিরে দোল যেমন, হালখাতার পুজোও

ছোট ছোট দোকানীরা লক্ষ্মী-গণেশের মূর্তি রাখবেন 

মিষ্টিমুখ হবে, হবে প্রীতিবিনিময় নতুন বছরের 


সময়ের বদলে ম্রিয়মান হচ্ছে সব

শহুরে মেজাজে গান চলছে, চলছে ঠান্ডাজল হাতে হাতে 

নতুন পোশাকে সেজে উঠেছে আশপাশ 

সেই বাড়ির পঞ্চব‍্যঞ্জনে দুপুরের আহার স্মৃতিমাত্র


প্রাচীন মানুষ আজও বলেন, ভোজনতালিকায়

মধুরেণ সমাপয়েত, সঙ্গে কালোকুঁজোর জল

নম্র তালপাতার পাখাটির কথা

1 টি মন্তব্য: