।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ২৯।।
কালবোশেখি ঝড়
বিকাশরঞ্জন হালদার
এবার আর বৈশাখের কবিতা লেখা হলো না। ১ লা বৈশাখে ভোর না হতেই, ভোরের আলোয় দেখি - তোমার মুখ। তুমি হাসছো। তোমার লুকিয়ে লুকিয়ে প্রথা মেনে, তেল মাখানো ল্যাংটো বুকে আগুন ছ্যাঁকা'র গল্প মনে পড়ে! তখন তোমার প্রথম- সুঠাম। যে বুকে উঁকি মারে ধ্রুব-কৌতুহল! আম কুড়োনোর ছোটাছুটিতে, কালবোশেখি ঝড়। গোষ্ঠ মেলায় চপ- জিলিপি-পাঁপর উড়ে যায়... ওড়ে তোমার খোলা মন, অনন্য-মাতন...
আমি আর তুমি আর সেই যে শৈশব!?
মেলার ভিড়ে কে-না জানে, কতো নাগর-দোলা, ঘুরে মরছে কিসের নেশায়, অজস্র বৈশাখে...
ভালো করে বৈশাখের একটা কবিতা লেখা হলো না আমার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন