।। প্রতিদিন বিভাগ।।
।। এপ্রিল সংখ্যা।।
।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১৮।।
স্মৃতি শেখর মিত্র-এর কবিতা
১.
বৈশাখ
আমাদের আঙিনায় আজ বৈশাখের সমাগম।
মা তাঁর খরাপীড়িত হৃদয় নিয়ে তাকে বসতে
দিয়েছেন গোবর নিকানো দাওয়ায়।
শিমুল, পলাশের রং আজ ফিকে হয়ে এসেছে।
শাল পিয়ালের বনও আজ তাদের শরিক।
বসন্ত শেষের ঝরা পাতাদের বস্তা ভরে নিয়ে
যায় কাঠ কড়ানীর দল। কার কিসে প্রেম বলা
বড় দায়! শিলাইয়ের বুকে কত মানুষ চুয়া খুঁড়ে
বিন্দু বিন্দু জল আহরণ করে নিয়ে যায়
গৃহস্থের কল্যাণে খরা বড় কষ্ট দেয় আমাদের
পুরুলিয়া জেলায়। পহেলা বৈশাখের পুণ্য তিথিতে
দাদু ও নাতি হাত ধরাধরি করে যায় মুদির দোকানে
হাল খাতায় কিছু জমা দিতে এবং সাথে সাথে
কিঞ্চিৎ মিষ্টি মুখ করার আশায়। পহেলা বৈশাখ
থেকে শুরু হয়ে যায় নাম সঙ্কীর্তন পাড়ায় পাড়ায়।
২.
কবিকে ভালবেসে
কবি তাঁর জন্মমাসে কত কবিতা
কত গান লিখে গেছেন বৈশাখকে ভালবেসে।
" এসো হে বৈশাখ এসো এসো"!পাড়ায় পাড়ায়
অনুষ্ঠিত হবে পঁচিশে বৈশাখ কবির স্মরণে।
তাই শিল্পীদের ডাক পড়ে নৃত্যনাট্য, রবীন্দ্রসঙ্গীত,
ও কবিতা পাঠের আসরে। দর্শক আসন ভরে যায়
কানায় কানায়। ভালবাসায় মুড়ে দেওয়া হয়
কবির জন্মদিন শুভ "বৈশাখ মাসে"।
সুন্দর দুটি কবিতা পড়লাম।দুটি ভিন্ন স্বাদের কবিতা।
উত্তরমুছুনপ্রথমটিতে গ্রামীণ বৈশাখ নিঁখুতভাবে চিত্রায়িত এবং দ্বিতীয়টিতে কবিগুরুর আবির্ভাব দিবস পালনের কথা।
কবিকে অভিনন্দন।
ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম প্রিয় কবি। শুভেচ্ছা নেবেন।
উত্তরমুছুন