শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।। এপ্রিল সংখ্যা।। ।। বাঙালি ও পহেলা বৈশাখ— ১৪।। নববর্ষ পা বাড়ায় — দীপক বন্দ্যোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




      ।। প্রতিদিন বিভাগ।। 

      ।।  এপ্রিল সংখ্যা।। 

। বাঙালি ও পহেলা বৈশাখ— ১৪।। 



নববর্ষ পা বাড়ায়

দীপক বন্দ্যোপাধ্যায়

সে আসে-যায় অবলীলায়,
চোত-বোশেখের তপ্ত সীমারেখায়,
বসন্ত-গ্রীষ্মের বোঝাপড়ায় ।

বর্ষবরণের হালখাতায়,
গনেশ ও লক্ষ্মীর আরাধনায়,
উৎসবের নব আনন্দধারায়,
নববর্ষের নতুন গন্ধ মেখে গা-য় ----
সে আসে-যায় অবলীলায় ।

সে আসে "পয়লা বৈশাখ"-সজ্জায় ;
বিদায়ের বিধুরতায় ----
প্রিয় বসন্ত ফিরে যায় !

নতুন প্রভাতে নববর্ষ পা বাড়ায় ।

তাকে ঘিরে কত প্রত্যাশায়,
শুভ কামনায় কামনায়,
নববর্ষ পা বাড়ায় ----

নতুন বর্ষপথের ধুলি-ধুসরতায় ! ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন