বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৮।। গোবিন্দ মোদক-এর কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৮।। 




গোবিন্দ মোদক-এর  কবিতা 



১.

ভালোবাসার মাসে 


পলাশ রাঙা নতুন শাড়ি 

অচিন গায়ের বৌ, 

তোকে দেখে নিম ফুলেতেও 

ঝরছে বুঝি মৌ! 

ভাটফুলেরা তোর খোঁপাতে 

করছে মাতামাতি, 

শিমুল বনেও রঙ ধরেছে 

ফাগুন রাতারাতি! 

রাঙা পলাশ, রাঙা শিমুল 

রাঙা তোর দু’গাল, 

তোর ছোঁয়াতেই কৃষ্ণচূড়া 

হলো লালে লাল! 

সেই লালেতে মন রাঙিয়ে 

আমের মুকুল হাসে, 

ভাষা দিবস স্বপ্ন আঁকে – 

ভালোবাসার মাসে!!


২.

ঝরা পাতা


শীতার্ত দিন বিদায় নিতেই 

বসন্ত দেয় ডাক, 

পাতা ঝরার বিষণ্ণতা 

মনটা জুড়েই থাক। 


ওগো ওগো ঝরাপাতা 

তুমি ঝরো বলে, 

গাছে গাছে নবীন মুকুল 

কিশলয় দোলে। 


ব্যর্থ প্রাণের আবর্জনা 

তুমি মেটাও ধীরে, 

নবীন প্রাণের উঁকিঝুঁকি 

প্রকৃতিকে ঘিরে। 

ঝরাপাতা রক্ষা করো 

প্রকৃতি-শৃঙ্খল,

দলে দলে নবীন জাগে

চল! চল! চল!


৩.

প্রেম আছে, জানি 


কতো গান শোনা হয়নি 

পড়া হয়নি কতো বই 

কতো না বলা কথা 

হয়ে ওঠেনি একান্ত মুহুর্ত 

তবু একটা শ্রাবণ ফিসফিস কথা বলে 

ঝরা পাতাদের উড়িয়ে দিয়ে

একটা বসন্ত জ্বেলে দেয় 

কৃষ্ণচূড়া আগুন।

জানি -- সব কুঁড়ি ফোটে না ফুল হয়ে 

তবু জোনাকি মন পাহারা দেয় 

অন্ধকার প্রান্তর 

আর এঁকে যায় মোহমুদ্রা। 

এসো, ফাগুনরাতের গান শুনি

আর একসঙ্গে পড়ি 

প্রথম বিরহের কবিতা। 


৪.

প্রেম দাও, দাও অনিকেত জ্বালা


প্রেম দাও, দাও অনিকেত জ্বালা,

প্রথম শ্রাবণ দাও 

কৃষ্ণচূড়া ফাগুন 

আর অগোছালো চুম্বন দাও, 

একবুক উৎকণ্ঠা দাও, 

কাঁপা কাঁপা আঙুলে উষ্ণতা দাও,

দাও অতলান্ত অবগাহন।

হৃদয়ে হৃদয় রাখার জায়গা দাও,

দাও বাদল দিনের প্রথম কদম ফুল। 

আমার সব নাও, মুক্ত করো আমায়, 

বিনিময় দাও এক টুকরো ভালোবাসা 

আর সমূহ প্রেমের জ্বালা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন