।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৬।।
বসন্ত এলে
দুরন্ত বিজলীদক্ষিণের বাতাস বলে দিচ্ছে - আমি এসে গেছি সুন্দর । গাছের শুকনো ডালে কচি পাতা ক্রমশ ফুটে উঠেছে। বসন্ত এসে গেছে। এবার ফুলের বাহারে পৃথিবী রঙিন হয়ে উঠবে।
আমাদের জীবন যেমন মাঝে মাঝে মেঘে ঢেকে যায়,সেরকম সূর্যকে আড়াল করে মেঘ জমে উঠে। তার নিচে ছায়াচ্ছন্ন আবহাওয়ায় ঘুরে বেড়ায় জীবনের জলযাত্রা। সুখ-দুঃখ ভালোবাসা লাল পলাশ।
হাওয়ায় দুলতে থাকে স্বপ্ন। হাওয়ায় দুলতে থাকে যৌবন। দুলতে থাকে কিশোর ও কিশোরী, দুলতে থাকে বালক বালিকা, শিশুমন। দুলতে থাকে রমণীয় মধুক্ষণ। ভালোবাসা ভালোবাসা জীবনের শুধু আশা। ভালোবাসা ভালোবাসা পলাশ বসন্ত ফাল্গুন। আবীরে আবীর লাল-সবুজ-গোলাপী- হলুদ-নীল বিবিধ রঙের মিছিল।
তবু আনন্দরোদের ভিতর মেঘ। বেদনার ছায়ার ভিতর সবুজ ঘাসের মাঠে রক্তের দাগ। বিরহের জ্বালা। দংশন। মরণ।
বসন্ত এলে মথুরার রাজসিংহাসনে বসে মহারাজ শ্রীকৃষ্ণ কি শ্রীরাধার কথা ভাবতেন ?
ফাগুন ও বসন্তকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে কবিতায়। অপূর্ব।
উত্তরমুছুন