।। মার্চ সংখ্যা।।
।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-৩১।।
তোমার প্রতীক্ষায়
কালাকার
বসে আছি বাতায়নে
তোমার প্রতীক্ষায়,
কখন আসবে চুপি চুপি
রাঙাতে আমায়!
শিমূল পলাশ বললে ডেকে
ভেবো না তুমি,
ঠিক ও আসবে করতে বরণ
হৃদয়কে চূমি।
শাল তমালের বনে বনে
উষ্ণ বায়ু ডেকে,
আজও তুমি রইবে দূরে
অভিমানে ঢেকে!
শুনছো তুমি কোকিল কুহু
করতে স্বপ্ন সত্যি,
আকুলি যে দেহ ও মন
চাইনাকো বিপত্তি।
তোমার জন্যে প্রতীক্ষাতে
তাই দিবস রজনী,
অবুঝ মনটা যদি সবুজ
হীরক সৌদামিনী!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন