শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

।। মার্চ সংখ্যা।। ।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৬।। রঙের অনুরাগে — বিকাশ চন্দ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





               ।। মার্চ সংখ্যা।। 

।। ফাগুনের আগুন ও বসন্তের উপহার-১৬।।




রঙের অনুরাগে

বিকাশ চন্দ 

১.
লুপ্ত সময় ফিরে আসে আলো পথে বসন্ত দুপুর
একাকী হৃদয় জানে প্রেম পসরা বিকি কিনি
জানে ও বা কেউ বুক শূন্য বাতাসের ঘ্রাণ 
সমুদ্র নীল উতল হাওয়ায় ডেকে যায় শঙ্খ চিল
উষ্ণ বুকে এখনো ছড়ায় সমুদ্র জল
সে কি কান্না নাকি প্রেমের ফসল
সে কি মানুষ না ঈশ্বর দেবদূত প্রেমিক
নিজেকে সঁপে দিচ্ছে অন্তরঙ্গ উৎসবে
শরীর জুড়ে কৃষ্ণচূড়া পলাশ শিমুল 
সুখ দুঃখের লাল ফুল থোকায় থোকায়
পরাগে হলুদ মেখেছে ভালোবাসার মতো 

২.
উচ্ছন্ন জীবন চলেছে নিসর্গ লোকে
তুমিও অবাক চোখে পলক হীন ভাষা
ঘাস গাছ ছায়া ফুলে খোঁজে নিজস্ব বোধ
হৃদয়ের বাঁয়ে ডাঁয়ে লুকোনো প্রাণের কথা
অমরত্বের আর্তি শোনে বিশ্বলোক 
নিশীথ আঁধার জানে জোনাকি আলোর আকাশে
রাতের পাখির মতো ভেসে যায় আদম রাত
কেমন রাত জাগে ফাল্গুনে অশোক পলাশে
পাখির মতো আনন্দ ডাক শুনিনি তো আগে
অন্তর শব্দ জড়িয়ে আছে রঙের অনুরাগে 

1 টি মন্তব্য: