শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১০।। একুশে'র আলো — দীপক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১০।।




একুশে'র আলো

দীপক বন্দ্যোপাধ্যায়

বাংলা আমার মুখের ভাষা,
বাংলা ভাষায় গাই ;
এই ভাষাতেই জড়িয়ে রয়েছে ---
মায়ের স্নেহ ; 'মাতৃভাষা' তাই ।

ভাষাজননীর জন্যে একুশে
ভাইয়ের রক্ত ঝরে ;
ভাষাশহীদের রক্তে রাঙানো
বাংলার মাটি ; 'একুশে' অন্তরে !

অন্তর জুড়ে ভালোবাসা ভরা
মায়েরই মুখোচ্ছবি ;
ভাষাই প্রকাশ ; ভাষাবন্ধনে
কাব্যে বিভোর কবি ।

সারা পৃথিবীর সব ভাষাতেই
জননীর সুধা ফোটে ;
'অমর একুশে' স্মরণের আলো
ছড়িয়েছে তাই বিশ্বভুবনপটে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন