।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৮।।
বর্ণ থেকে শব্দের মিছিলে
প্রদীপ কুমার চক্রবর্তী
অ নন্ত ভাষাপ্রেমে দেখি ফাগুনের উদ্ভাস
আ ম্রমঞ্জরী ঘিরে অলির গুঞ্জন,
ই ন্দ্রিয়সাধনায় ব্রতী বাসন্তীরমণ
ঈ প্সিত সৌন্দর্যসুখে বহুধা উচ্ছ্বাস।
উ জ্জীবিত বাংলা ভাষায় নান্দনিক সুখ
ঊ ষর মরুর মাঝে প্রতিস্পর্ধী ঝড়,
ঋ দ্ধ সংস্কৃতি যদিও কাঁপে থরথর
লী লায়িত শৌর্য মাঝে দৃপ্ত সে মুখ।
এ খন স্রোতস্বিনীর বুকে বাংলা তরী
ঐ শ্বর্যে স্নিগ্ধ গতি বিশ্ব আঙিনায়,
ও ষ্ঠ পল্লব জুড়ে মধুরিমা ছায়
ঔ দার্য নিত্য সঙ্গী থাকে হাত ধরি।
ক লুষনাশিনী বাংলা মন্দাকিনী রূপ
খ রস্রোতা না হলেও হয় কৃষ্টি সংস্কার,
গ ণশক্তি নেয় মেনে এ সবার অহংকার ,
ঘ নায়মান সন্ধ্যা বোঝে ইহার স্বরূপ।
চ ন্দ্রমায় আকাশ জুড়ে লাবণ্যমাখা
ছ ন্দোবদ্ধ বাংলা গানের সুললিত সুর,
জ নাকীর্ণ প্রান্তর জুড়ে খুশির অঙ্কুর
ঝ ংকৃত গীতিমালায় দেখি অনুপম শাখা ।
বাকি বর্ণ কই
উত্তরমুছুন