।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —৬।।
প্রজাতি পুনরুদ্ধার
রূপক চট্টোপাধ্যায়
অবজ্ঞার আন্ত প্রাচীর থেকে ক্ষরিত ফেরোমন
আমাকে এখনো উৎসাহিত করে,
তোমার জন্য! জন্মছক ভেঙে রাস্তায় এনে বসায়!
এড়িয়ে যেতে পারি না। দূর থেকে স্নানঘরের কলে জল পড়ার শব্দ শুনি।
মোহ প্রপাত হয়, দেখি
গোটা শহরতলী সাজানো দুপুরের মুখে জাবর কাটে।
গোটা চারেক পথ নিজেই নিজের মতোই বাঁক নিয়ে চলে যায়,
এর মধ্যে কোনটা স্থিতধী জলাশয়ের ধার
অথবা কোনটা গ্রামীণ কে জানে? কোনটার
দুই পাশে সংঙ্ঘ মেঘ সংযমে টেনে রাখে আলো
এলোমেলো গাছপাল, কুয়াশা প্রেত, শ্বেতচুলের জালে পড়ে দৃশ্যহীন হয়েছে টিলা গুলি!
তার মাঝেই লক্ষ্যভেদ নারীর নয়ন! কে জানে?
আমি পথ বাছি না। হেঁটে যাই ফেরোমন টানে
নিজের ভেতর খুলে
নিজেই বেরিয়ে পড়ি প্রজাতি গৌরব নিয়ে।
খুব সুন্দর লেখা পড়লাম দাদা
উত্তরমুছুন