মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

।। ফেব্রুয়ারি সংখ্যা।। ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৭।। দিয়ে গেলো প্রাণ... সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



         ।। ফেব্রুয়ারি সংখ্যা।। 

       ।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৭।।




দিয়ে গেলো প্রাণ...

সোমা চক্রবর্তী

ঠিক কতোটা  ভালোবাসলে 
নিজের মাতৃভাষাকে 
রক্তে ভিজিয়ে দেওয়া যায় দেশের মাটি?
পৃথিবীর আর কোনো দেশে 
মাতৃভাষার সম্মানের জন্য 
আর কোনো তরুণেরা কি ঢেলে দিয়েছে
নিজের শরীরের  রক্ত?  প্রাণ? 
সালাম - জব্বার - বরকত, আরও  অনেক অনেক 
সালাম - শফিউর দিয়ে গেলো প্রাণ!
বর্ণমালার  অ আ ই ঈ রাঙিয়ে গেলো রক্তে! 
একে একে উঠে আসে 
রক্ত স্নাত তরুণ শহীদের প্রাণ 
'ভাষা আন্দোলন'।
এপার বাংলা ওপার বাংলা, শুধু 
কাঁটা তারের বেড়া! 
মা আর মাতৃভাষার সুধা বুকে, শহীদ
আমাদের  ভাই।
মাতৃভাষার  মর্যাদা রক্ষায় ভিজেছে বসুন্ধরা
প্রণমি একুশে ফেব্রুয়ারি, আমরণ
বিজয়িনী-গর্বে হাসে, আমাদের গরবিনী
'বাংলা ভাষা'...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন