।। ফেব্রুয়ারি সংখ্যা।।
।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস —১২।।
অমর একুশে
দেবপ্রসাদ জানা
হে কবি! নীরব কেন, অমর একুশে?
শহীদ যারা প্রাণ দিয়েছে অবহেলে।
ভাষায় যা হয় না প্রকাশ ভাষা দিবসের দিনে।
কবিতা পর কবিতা লেখো,
বসন্তে বন্দনায়?
পলাশ ফুলের মধু খেতে, অলি ঘোরে অলিগলি।
স্নিগ্ধ আঁখি দখিন দুয়ারে।
ফুল ফুটেছে কৃষ্ণ চুড়ায়, আমের মুকুলও -
দখিনা সমীর গন্ধে গন্ধে অধীর।
ভালোবাসার এত ভাষা।
তবু শহীদ অমর একুশে
এখনো দেখোনি তুমি?
কেন হওনি উন্মনা তুমি?
কেন তব এই নব পুষ্পসাজ?
সুদূরে তাকাও দেখো একবার পথে-
তর তাজা প্রাণ রক্ত মাখা যে ভাষার তরে।
গেয়েছো কি? বেজেছে কি বাংলা ভাষার গান?
কত কি তো লিখে রাখো পাতা ভরা সংলাপ
সেও যে বাংলা ভাষায়, বাংলা শব্দের ভরা
রক্ত মাখা গীতি সঙ্গীত।
কণ্ঠে শুনিনি তো তাহার গান?
মৃদু মধুস্বরে-
বৃথা কেন? ফাগুন বেলায় ফুল ফোটাতে চাও?
পুষ্পারতি করো ঋতুর রাজে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন