রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৮।। অভিজিৎ দত্ত এর কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




         


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৮।।






অভিজিৎ দত্ত এর কবিতা 



১.

নেতাজী সুভাষচন্দ্র বসু



সবার প্রিয় নেতাজী ,ভারতের 
স্বাধীনতা আন্দোলনে তোমার 
অবদান  ছিল  অনেকখানি ।

তোমার সেই বিখ্যাত বাণী
তোমরা আমাকে রক্ত দাও 
আমি তোমাদের স্বাধীনতা দিব
আজও  কেউ ভুলতে পারে নি।

দু:খ একটাই আজও সুভাষচন্দ্রের
 মৃত্যুরহস্যের হয় নি কোনো কিনারা
সুভাষচন্দ্রের স্বপ্নের দেশ ভারতবর্ষ 
আজ কেমন  যেন ছন্নছাড়া।


২৩শে জানুয়ারি সুভাষচন্দ্রর জন্মদিনে
এসো আমরা সকলে শপথ করি
সুভাষচন্দ্রর স্বপ্নের ভারতবর্ষ যেন 
আমরা গড়তে পারি।





২.
প্রজাতন্ত্র দিবস


আপামর ভারতবাসী ঘটা করে 
করছে প্রজাতন্ত্র দিবস পালন। 
তবু একটা প্রশ্ন থেকেই যায়
তার আগে কী দরকার ছিল না
মানুষের নূন্যতম চাহিদার পূরণ?

দুবেলা, দুমুঠো খাবার, মাথার ছাদ
সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য 
আর লজ্জা নিবারণের  বস্ত্র 
হয়েছে কীএগুলো  সবার জন্য বরাদ্দ?
তাই প্রজাতন্ত্র দিবসের আনন্দের সাথে
এর মূল আদর্শকে সর্বদা স্মরণে রাখতে হবে।
সাধারণ মানুষের নূন্যতম চাহিদার
যদি আজও  না হয় পূরণ 
প্রজাতন্ত্র দিবসে আনন্দ করবো কীভাবে
বলতে পারো দেশবাসীগণ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন