বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৪।। ২৩'শে জানুয়ারি - অরিন্দম চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




         


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -৪।। 



২৩'শে জানুয়ারি 

অরিন্দম চট্টোপাধ্যায় 


শ্যামবাজার পাঁচ্ মাথার মোড়ে

ঘোড়ার ওপর থেকে দিক্ নির্দেশ করে

কি বলতে চেয়েছিল তা আজও রহস্য

তুমি ঘোড়ার ওপর থেকে নেমে চলে গেছো

এক রহস্যময় বিন্দুর দিকে

২৩ - এ জানুয়ারি এলে মধ্যরাতে তোমার ঘোড়ার

খুড়ের আওয়াজ এখনও কলকাতার রাজপথে...

তোমার ঐ যে প্রস্থানের দিকে তাকিয়ে

এখনও সহস্র চোখ, খুঁজে বেড়ায় তোমাকে

তুমি সরে গেছো এই ভূমি উপত্যকা থেকে

আকাশপথ ধরে 

বিস্তীর্ণ উপত্যকা জুড়ে এখন মরুভূমি

উড়ছে ধূসর বালি,  যেন বালি ঝড়

গোটা দেহ জুড়ে ক্ষত স্থান, ঝরছে রক্ত

গড়িয়ে যাচ্ছে ভূমি উপত্যকায়.... 

তুমি এসে দাঁড়াও আর ও একবার, এলে

তোমার চশমার কাঁচ ঝাপসা হয়ে যাবে,জানি

তবুও চোখ তুলে তাকাও আরও একবার

এই উপত্যকায় তোমার চিন্তন, মনন্ নিয়ে

রঙিন ও স্বপ্নিল করে তোল এই ভূমিতট্

নিয়ে চল অন্য অন্তরিক্ষের দিকে.... 


২৩ - এ জানুয়ারি এলে জেগে ওঠে

 মধ্যরাতের কলকাতা.....

 

   



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন