রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৯।। নেতাজী স্মরণে — হান্নান বিশ্বাস।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৯।।




নেতাজী স্মরণে

হান্নান বিশ্বাস 


জন্ম তোমার কটক শহরে 

মাতা প্রভাবতী পিতা জানকীনাথ,

অসীম জ্ঞানে প্রখর বুদ্ধিতে 

পরাধীণ জাতির দিয়েছ সাথ। 


সুখ শখ বিসর্জনে তুমি অদ্বিতীয় 

মানব পুত্র বীর সৈনিক সুভাষ ,

রক্তের বদলে স্বাধীনতার আহবান 

তোমারই হৃদয়ে প্রথম চাষ। 


অনুনয়ে নয় আঘাতেই হবে অর্জিত

এদেশের পরাধীণ পূণ্য ভূমি, 

দেশ থেকে দেশান্তরে সেনা গঠনে তাই 

নিদারুণ সখ্যতা গড়েছিলে তুমি। 


শেষ হাসিটা হাসতেই নিদারুণ পনে

জাপান বন্দরে দিলে গো পাড়ি,

দুর্বৃত্তের অপশাসনের শেষ করে

দ্রুত ফিরতে স্বরাজ বাড়ি। 


সহায়ক হলনা ঈশ্বর তবু অবিনশ্বর 

তুমি ভারতের উদিত দিবাকর, 

তোমার তীক্ষ্ণ তেজে পুড়ে ছাই হল

জাতির দুঃস্বপ্ন দুরাচার অহিতকর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন