।। জানুয়ারি সংখ্যা।।
।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২৪।।
প্রিয় নেতাজী
মলয় কুমার মাঝি
প্রিয় নেতাজী,
পত্রের প্রথমে জানাই একরাশ গভীর
হতাশা আর্তনাদ দুঃখ ক্ষোভ বেদনা
বহুল্য ভালোবাসা আর অভিযোগ...
শীতের কনে কনে ঠাণ্ডা,চারপাশ কুয়াশার
ভিড়,পাখিদের ডানা শীত আর শিশির
ভেজা,দুর্গামী পথ অপেক্ষা, সমস্ত ঝাঁপসা,
ঝাঁপসা তোমার জীবন ইতিহাসের শেষ পর্ব!
বহু বছর পার হয়ে গেলো ? এখনো স্বদেশ বিদেশ কোথায় আছো, কে জানে!
ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ এদের স্বদেশ প্রেমে
ফাঁসি হয়েছে,সে সব কথা তুমি জানো...!!
চট্টগ্রামের মাষ্টারদা বলতে,এখন কেউ মনে রাখে না !
নামটা ইতিহাসের পাতা থেকে
একটু একটু মুছে দিচ্ছে !
মাতঙ্গানী প্রীতিলতা ঝাঁসীরানী সিধু-কানু এরাও হারিয়ে যাচ্ছে..,
রাসবিহারী সেও দেশে আর ফিরলো না
বুড়িবালামের তীরে বাঘাযতীন নিহত
ভগৎ সিং দুই আচঁল ভেসে যায় নারী -
পরুষের চোখ তার ফাঁসি....
সত্য কথা ঘুরে ফিরে ডান-বাম সবাই
সমান,বিদেশির শোষন শাসনের কেবল
নাম প্লেটটাপরিবর্তন হয়েছে ! শোষন
শাসন এখনো বজায়, যে রাষ্ট্রে দেশে সিংহাসনে মীরজাফর... !
ধর্মের নামে কুৎসা মানুষে মানুষে
বিভেদ সৃষ্টির,দিন রাত কাজ করে
চলছে,সেই রাষ্ট্রের কি আর সৌভাগ্য হবে..!
অন্যদিকে জনতা জর্নাদন জনার্দ এক টুকরো
শান্তি,একটু সুখ, একমুঠো খাবার সম্মুখে দিশাহারা পথ....
সেই রাষ্ট্রের মানুষ গুলো সুখ খুঁজে
বেড়াচ্ছেএকা একা নিরব বোবা পথে,
আমি বলি এসো বন্ধু এসো ভাই হাতে হাত কাঁধে কাঁধ
পায়ের ছাপে পা ঘামের সঙ্গে
মিশে যাক একটু স্বদেশ চুম্বনের স্বাদ...
রক্তের ভেদাভেদ,জাতি ধর্ম বর্ণ কোন
কিছুই বুঝি না, নদীর ধারে বাস সবুজ
মাঠ সুস্থ - সতেজ প্রাণ, আমরা ভারতবাসী!
এই কথা বলতে অনেকর কণ্ঠ রুদ্ধো হয়ে আসে...
প্রিয় নেতাজী,
তবে তুমি আর একবার ফিরে এসো,
স্বদেশ- পাখি ফুল সবুজ মাঠ নদী,
পাহার পর্বত ক্ষুর্ধাত্ব,পরাজিত মানুষ,
কেবল তোমাকে চাই,চাই তোমাকে তুমি
ফিরে এসো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন