রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২২।। নেতাজি — হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২২।।





নেতাজি 

হীরক বন্দ্যোপাধ্যায় 


তোমার বীরত্বের এক কণা যদি পেত কেউ ধন্য ধন্য পড়ে যেত,একশ চল্লিশ কোটি ভারতবাসীর

মনের মণিকোঠায় তুমি আছো তুমি থাকবে 


তখনতো মোবাইল ফোন ছিল না

ছিলনা হাওয়াই জাহাজ 

পরাধীন দেশে তুমিই ছিলে টার্গেট 

তবু মাতৃভূমিকে স্বাধীন করার অদম্য জেদ 

কোনো বাধাই বাধা র ইলো   না ...

জার্মানী থেকে জাপান 

ঘোষিত হলো ...আমি সুভাষ বলছি. ..

কেঁপে উঠল আপামর ভারতবাসী

আন্দামানে শান্তির পতাকা,পতপত করে উড়ল তেরঙ্গা, ভারত মাতা কি জয় ...


হাতের মুঠোয় মৃত্যু ও জীবন খেলছে তখন 

যে যার আপন সুখে আমরা আজ

ঝোপ বুঝে কোপ মেরে গেছি 

অন্ধ ক্রীতদাস হয়ে মেরুদন্ড মাটিতে নামিয়ে রেখে

হাতে হাতে ফল পেয়েছি

তোমার সাহস ও বীরত্বের এক ঝলক যদি আমরা 

পেতাম তাহলে  এ দীর্ণ ভারত সত্যি সেলুকাসের বিচিত্র দেশ হয়ে থাকতো না... 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন