শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২০।। গোবিন্দ মোদক-এর কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২০।।





গোবিন্দ মোদক-এর কবিতা


১.

ভারতাত্মার মূর্ত প্রতীক সুভাষচন্দ্র



ভারতাত্মার মূর্ত প্রতীক সুভাষচন্দ্র তুমি 

স্বাধীন করতে চেয়েছো তাই সাধের জন্মভূমি।

ইংরেজদের অন্যায় আর অবিচারের প্রতিবাদে

গর্জে তুমি উঠলে সুভাষ প্রবল সিংহনাদে।

স্বাধীনতার জন্য লড়াই দেশবাসীকে নিয়ে 

মুক্ত ভারত গড়তে চাইলে ইংরেজ হঠিয়ে। 

“দিল্লি চলো!” দিলে তুমি উদাত্ত আহবান

আজাদ হিন্দ ফৌজকে নিয়ে যুদ্ধজয়ের গান। 

“তোমরা আমাকে রক্ত দাও!” দিলে যে বার্তা 

তাহলে আমি তোমাদেরকে দেবো স্বাধীনতা।

বিমান দুর্ঘটনায় স্বপ্ন পুড়ে হলো যে ছাই 

স্বাধীনতার মুক্তিসূর্য তোমাকে প্রণাম জানাই॥







২.
প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ


 পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের এই ভারতবর্ষ 
 এ কথা স্মরণ করলে সবার মনেতে জাগে যে হর্ষ। 
 মনে পড়লেই গর্বিত হই — বুকেতে সুখের বীণ 
ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণতন্ত্রের প্রকৃত জন্মদিন। 
 এই দিনটিই পালিত হয় প্রজাতন্ত্র দিবস রূপে 
অনেকেই জানে না প্রকৃত ঘটনা, থাকে তাই নিশ্চুপে। 
 প্রজাতন্ত্র বা গণতন্ত্র — যে নামেই তাকে ডাকো 
মনে রাখা চাই এ ব্যবস্থার কোনও বিকল্প হয় নাকো। 
 জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের এই শাসনরীতি 
 উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি এরই জন্মতিথি।
 এই মর্মে সবারই থাকে স্বাধীন মত প্রকাশের অধিকার 
 তার সম্মানে এই দিবস পালন ফি-বছর বারবার।
 এদিন থেকেই মাথা উঁচু করে ভারতীয় সংবিধান 
ভারতবাসীর বুকের স্বপ্ন — চির অক্ষয় অম্লান।
 এই দিনটি পালনে তাই আছে ঐতিহ্য ও রীতি 
 নানা ভাষা নানা মতের দেশে ঐক্য ও সম্প্রীতি। 
 জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাই দিনটি পালিত হয় 
ভারতীয় স্থল, জল ও বায়ুসেনার মহড়ার পরিচয়। 
 প্রজাতন্ত্র- এই দিবসের জন্য অদ্ভুত উদ্দীপনার 
সঞ্চার গর্বের এই দিনটি ফিরুক — শতবার সহস্রবার॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন