সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১৬।। নান্দীপাঠ — তাজিমুর রহমান।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



        


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -১৬।।




নান্দীপাঠ

তাজিমুর রহমান

এই হনন কোন অঙ্গীকারের দর্পণরেখা ছুঁয়ে রয়েছে পরমেশ্বর!
তুমি তো বিপন্নতার সঙ্গীত চেনো
দুঃখ পুড়তে পুড়তে কিভাবে একদা সকল অসুখ 
বিষাদপীড়িত জানাজা হয়ে ওঠে, তাও জানো
তবু জলের ধর্ম হয়ে এই নিস্তরঙ্গ যাপন কোন অশনি!

আদিগন্ত জুড়ে যে কান্নার ধ্বনি ভিজিয়ে দিচ্ছে
মানবসভ্যতার প্রবহমানতা
তার ভেতরে জৈবিক ক্ষুধার কম্পন শিরোনামহীন; 
রাত্রি নিবন্ধন হলে অক্ষে চঞ্চল হয়ে ওঠে তথাগত
যদি কখনো বৃষ্টি জারিত করে নিঃস্ব চরাচর

এই বোধে চিরকাল অক্ষর সাজিয়েছি বর্মরূপে।
দু'হাত পেতে চেয়ে নিয়েছি পরিজনের উপেক্ষা, 
অঙ্গার সদৃশ ক্রোধপত্র
কেবল প্রিয় শিক্ষার্থীদের জন্য জমিয়ে রাখা  
ত্রাণপুরাণে
কোন নান্দীপাঠ রাখা হল না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন