সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

।। জানুয়ারি সংখ্যা।। ।। নেতাজী ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২।। নেতাজী মলয় সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




         


                  । জানুয়ারি সংখ্যা।। 

  ।।  নেতাজী  ও ২৩ ও ২৬ শে জানুয়ারি -২।। 




নেতাজী 

মলয় সরকার



ঘোড়ায় চেপে যাচ্ছ কোথা,

ফিরে তাকাও একবার-

ভাবছ তোমার কাজ মিটেছে, 

কিছুই তো নেই দেখবার!


বুঝছি আমি, মিথ্যে তুমি

দাঁড়িয়ে আছ রাস্তায়-

দেখছ নাতো কেমন আছি

তোমায় ছাড়া দেশটায়।

স্বপ্ন তোমার ফানুস হয়ে

হারিয়ে গেছে নীল নভে,

ভুলেই গেছে নামটা তোমার

দেশের লোকে সেই কবে।

শুধুই তোমার জন্মদিনে

মিথ্যে পরায় ফুলমালা-

জানেই না তো কেমন ছিল

তোমার বুকের কোন জ্বালা।

কোন স্বপ্ন তোমার চোখে

জ্বালিয়েছিল কোন আলো,

সেসব তো আজ অতল খাদে

সামনে আঁধার সব কালো।


পারলে আবার এস ফিরে

ঘুরে দাঁড়াও একবার-

নকল নেতায় দেশ ছেয়েছে

দেশের লোকে জেরবার।

স্বাধীনতার স্বপ্ন আজও

হয় নি পূরণ এক ফোঁটাও,

পারলে আবার রণক্ষেত্রে

ঘোড়া তোমার ফের ছোটাও।


তোমার আসন শূন্য আজও

হয় নি পূরণ, হে নেতাজী;

আবার এস ভারতভূমে

বাকী তোমার সব কাজই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন