মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

। ডিসেম্বর সংখ্যা ।। ।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ৬।। নতুন আলো — অরিন্দম চট্টোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





          ।। ডিসেম্বর সংখ্যা ।। 


   ।। যিশু খ্রিষ্ট  ও  ২৫শে ডিসেম্বর - ৬।। 



 নতুন আলো

অরিন্দম চট্টোপাধ্যায় 


মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ঘনমেঘ

বৃষ্টি নেই, বাতাস নেই,স্তব্ধতা নেই

উড়ছে বোমারু বিমান

ধ্বংস হয়ে যাছে ভূমিতল

চারিদিকে ছড়ানো মৃত্যুগল্প

আকাশে গোল হয়ে ঘুরছে শকুন

তাদের ডানার ওঠা নামায়

খেলা করে আনন্দরাগ


আবার বছর ঘুরে পঁচিশে ডিসেম্বর 

হে প্রভু আবার এসে দাঁড়াও

ছড়িয়ে দাও শান্তির বাণী 

শান্ত করো এই ভূমিখন্ড

স্তব্ধ করো এই পৈশাচিক খেলা, মৃত্যুমিছিল

তুমিতো ঐশ্বরিক শক্তি নিয়ে বিরাজমান

তুমি ছাড়া আর কেইবা পারে

 এই ধরাতল শান্ত করতে?

জাগ্রত করে দাও ভ্রাতৃত্ব বোধ

এনে দাও হৃদয়ে হৃদয়ে 

ভালবাসা আর ভালবাসা

আর সরিয়ে দাও জমে থাকা

আকাশ জুড়ে ঘনমেঘ


এক নতুন আলোকে উজ্জ্বল করে দাও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন