।। ডিসেম্বর সংখ্যা ।।
।। যিশু খ্রিষ্ট ও ২৫শে ডিসেম্বর - ১৯।।
বড়দিন
অমিত কাশ্যপ
বাইরে কোনো কোলাহল নেই
শীতচাদরে মেখে আছে রাত
নীল-সাদা আলোর ঝর্ণায় সারা শহর ছুঁয়ে
শহরে আজ আনন্দের হাট
'কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস,
কেবল গাইতে গাইতে যাচ্ছে রাত ভেঙে, বড়দিন
প্রভু এসেছেন অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাসাতে
উৎসব, আজ বড় উৎসব, দয়ার প্রভু ধরায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন