শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আলোর উৎসব--২৭।। আলোর অক্ষর —তাপস বৈদ্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





।।আলোর উৎসব--২৭।। 


আলোর অক্ষর

তাপস বৈদ্য


আলোর নাচন দেখার জন্য যে-চোখ দরকার 

আমার তা নেই বলে, আমি কিন্তু অন্ধ নয়। 

আলোর খোঁজেই তো আমার অন্ধকারে যাত্রা,

অন্ধকারেই জীবনের পরম উপলব্ধির অধিষ্ঠান।


কালকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনিই তো কালী।

তাঁর কাছে কী আলো! কী অন্ধকার! কী আবছায়া!

আমিও কালের রাখাল, তবে আমার বাঁশি নেই, 

শুধু অক্ষরে অক্ষরে চারিধার আলো করার চেষ্টা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন