শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

।আলোর উৎসব--২০।। আলোকযাত্রা — ভবানীশংকর চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



।।আলোর উৎসব--২০।। 




আলোকযাত্রা

ভবানীশংকর চক্রবর্তী 

অন্ধকারে ডুবতে ডুবতে কোথায় এসে দাঁড়িয়েছি দেখো একবার
ভূতেরা দেখে না এসব বলেই 
ভূতলের জনারণ্যে থাকেনা তারা
আমরা মানুষ
আমাদের ভেতরে আলো অন্ধকারের লুকোচুরি
লুকোতে চেয়েছি যা কিছু
সেসব তো অন্ধকারেই

অন্ধ হয়েছে চোখ 
দেখিনা মন্দভালো হিতাহিত
এ প্রলয়কালে 

ডাক দিচ্ছে আলোর উৎসব 
চলো ফুলেশ্বরী শুরু হোক আলোকযাত্রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন