উন্মুক্ত কবিতা -২০
প্রজন্ম তর্পণ
বিকাশ চন্দ
অকাল অস্থিরতা জানে অসহ্য রূপান্তর কাল
আশ্চর্য মহিমায় যত হাসি মুখ জানে
অনির্বচনীয় সেই সব অশ্রুত কথার মায়া জাল
সকল অবহেলায় ক্ষয়ে যায় শরীর
মাছের আঁশের মতো খুলে পড়ে আবরণ
অনাবৃত শরীর জানে জগৎ জোড়া অবহেলা
অজস্র যুদ্ধের ক্ষতের মতো আমাদের শরীরও কি তাই
ভেসে যায় জলে ছাই ভস্ম অন্তর্গত জীবন কথা
প্রতিদিন ঘুমের ভেতর জেগে ওঠে স্বপ্নেরা
হা মুখ খোলে রত্ন ঝিনুক দেখায় মুক্তা শরীর
হঠাৎই শরীর ভিজে যায় ফল্গুধারার অঞ্জলি জলে
অশোক সময় শোনায় মায়াবৃত শ্লোক
ভোলাতো গেল না চরাচরে যত দ্রোহকাল
সকল পরিজন মুখ সরে সরে যায়
ঘূর্ণি পাকে বিলীন হাওয়া বদলের উচ্ছন্ন বিলাস
জমিন আসমান বিরহী বাতায়নে বাঁধে উষ্ণ বাহুডোর
আত্ম ক্রোধ গিলে খাচ্ছে আমাদের নিজস্ব প্রশ্বাস
জননী জানে না প্রথম স্পর্শিত মাটিতে শিশু কি ধর্ম তার
সকল বাস্তু ভিটে দালান জানে আত্মার অধিকার
করজোড়ে বিনীত হৃদয় খোঁজে সকল প্রজন্ম তর্পণ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন