মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

উন্মুক্ত কবিতা -১৮।। শিউলি — তাপস বৈদ্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতা -১৮




শিউলি

তাপস বৈদ্য


ভোরের সোনালি রেখাব হাতে কে তুমি মায়াচারিনী!

শিশিরবিম্বে তোমার মুখ কোন সে জীবনের ছবি আঁকে? 

নিকানো উঠোন মানে সারারাত টুপটাপ শিউলি,..।

ফুল্লমালিকা হাতে কেউ কখনও রেগে যেতে পারে না,

তার জন্য শুধু হালকা সফেদ অনুভব মানুষের মনে 

বাসা বেঁধে আছে, যে বাসায় ঘর করে প্রেম ও বিরহ।


সুন্দর হে, তোমার জন্য ভালো কথা হই, সুবাস হই।

সময়ের সোনালি রেখাব ভরে তুলি স্মৃতি ও সত্তায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন