উন্মুক্ত কবিতা -১৪
অশোক রায় -এর কবিতা
কবিতা - ১
এমন কী ঘটল যে
ভাগীরথী থেকে বিশাল কুমির উঠে এল
কাটোয়ার প্রাঙ্গণে
হয় ভুখা নয়তো বন্যায় বাসস্থান গেছে ভেসে
অথবা এসেছিল জন্মদিন কাটাতে
সমুদ্র থেকে নদীতে
কিংবা ডিম পাড়তে জ্যোৎস্না -বেলায়
কবিতা - ২
থিম পুজো এবার সত্যিকারের ট্রামগাড়িতে
চলমান শরীরে এক পা দু পা করে এগোয়
মানুষ ওঠে নামে দশভুজায় পুষপাঞ্জলি দেয়
বেজে ওঠে ঢাক চেয়ে থাকে স্থবির মণ্ডপ
আলো ঝলমল ট্রামগাড়ি দিয়েছে পাড়ি
গলায় দোলে সাতনরি
কবিতা - ৩
গাজার যুদ্ধ এখন শিরোনামে
কাপুরুষ ওরা যুদ্ধ তো করে না
সৈন্যদের মারতে না পারুক
অসহায় নারীশিশুদের করে হত্যা, কেন?
যেন ভূমিকম্প ঘটে গেছে ছোট্ট এই ভুখন্ডে
যেখানে অন্তহীন প্রতিশোধের ভ্রুণ ঠাসা
কবিতা - ৪
আঁকাবাঁকা তরাই অরণ্যে দিনের অন্ধকার
তিস্তার কিনারে বান ভাসি অগুনতি দেহ
মেঘ ভাঙা জল ওপার হতে
কিছু বুঝবার আগেই তোলপাড়
মুক্ত প্রাণবায়ু এখনও খুঁজে খুঁজে ফেরে
উত্তরপুরুষ, তর্পণ অভিলাষে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন