শরতের আগমন — ১০
মনের মাঝে খুশির হাওয়া
অশোক ব্যানার্জী
বর্ষা শেষে শরৎ এসে
জানিয়ে দেয় এখন থেকে
কাঁদবে না গো আকাশটা আর
উঠবে না আর ভীষণ রেগে ।
ঝড় ঝাপটা আনবে না আর
থাকবে না আর গোমড়া মুখে
নীল রংটা মেখে গায়ে
মিষ্টি হাসবে মনের সুখে ।
নীল আকাশের ক্যানভাসেতে
টুকরো মেঘ ভাসছে দেখে
হচ্ছে মনে প্রকৃতি যেন
নিজের হাতে ছবি এঁকে
সাজিয়ে নিয়ে আকাশটাকে
খিলখিলিয়ে হাসছে বেশ
ঘোর লাগছে তাকিয়ে থেকে
বিষ্ময়ের আর নেই তো শেষ ।
গঞ্জে গ্রামে মাঠে ঘাটে
কাশ ফুলেদের দোলন দেখে
মনের মাঝে খুশির হাওয়া
বইছে পুজোর গন্ধ মেখে !
শিউলি গাছে ফুলের মেলা
মিষ্টি গন্ধে মাতোয়ারা
সবার মনেই আনন্দ বেশ
ছোট ছেলে আর মেয়েরা ।
শরৎ কালে নীল আকাশের
নীলিমা যে মনের ভেতর
মিষ্টি প্রেমের ছোঁয়ায় মোড়া
যেন সে সুগন্ধি আতর !
নীল আকাশের দূর দিগন্তে
ঊষার আলোয় উঠছে ফুটে
মা আসছেন,মা আসছেন
খবরটা বেশ যাচ্ছে রটে !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন