মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —৬।। আগমনীর আবাহনে — জয়শ্রী সরকার৷।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —৬



আগমনীর আবাহনে

  জয়শ্রী সরকার

দুধসাদা ওই কাশের বনে শরৎরানি হাসে 
আকাশ মাঝে নীলপরিরা সুখসায়রে ভাসে।
মৃণ্ময়ী মা বিশ্বজননী চিন্ময়ী মা ঘরে ঘরে
দুঃখ-সুখের অশ্রু-সাজিতে অঞ্জলি দেয় প্রাণ ভরে !

আগমনীর শেষ বিকেলে নয়নলোভন শোভা
পাপড়ি মেলে কাশফুলেরা সত্যি মনোলোভা।
ভোরের বেলায় শিউলিতলায় আগমনীর গন্ধ
জোনাক-জ্বলা অন্ধকারে ঝিঁঝিঁর ডাকের ছন্দ !

মা, মা বলে ডাকছি সবাই একটি বছর ধরে
সেই মা দুগ্গা বাপের বাড়ি ভুলবে কেমন করে?
দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ, সবার মুখে হাসি
দুগ্গা বলে, শরৎ আকাশ বড্ড ভালোবাসি !

সাদা মেঘের ভেলায় ভেসে দুগ্গা মা যে আসে
কয়েকটা দিন আমবাঙালি আনন্দেতে ভাসে।
মায়ের আসার বার্তা পেয়ে শিউলিরা সব ফোটে
কাশের বনে বাউল বাতাস উদাস হয়ে ছোটে !

হিমের পরশ জাগায় হরষ স্নিগ্ধ ঘাসের আগায়
দিঘির জলে পদ্ম-শালুক কতই পুলক জাগায়।
দুগ্গা আসুক সবার ঘরে খুশির খবর নিয়ে
সবহারাদের দুঃখ ঘুচুক সুখের পরশ দিয়ে ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন