শরতের আগমন -৪
কাশ ফুল দেয় দোল
সুব্রত চৌধুরী
কাশের বনে কাশ ফুল দোলে ঝরে সোনা রোদ্দুর
নেচে নেচে ওঠে হিয়া যায় যে আঁখি যদ্দুর ।
শাপলা শালুক ছন্দ তোলে স্বচ্ছ পুকুর জলে
দাপিয়ে বেড়ায় পদ্ম পুকুর দুষ্ট ছেলের দলে।
ঘাসে ঘাসে ওড়ে ফড়িং রংগীন পাখা মেলে
বনে বনে ডাকে ডাহুক মনের সাড়া পেলে।
সন্ধ্যা হলেই টাপুর টুপুর শিশির ঝরে চালে
জোছনা এসে দেয় যে চুমু খুকুর দুটো গালে।
বাউলা বাতাস যায় দিয়ে যায় ধানের ক্ষেতে দোলা
নৌকা ভাসে নদীর জলে পালটি থাকে তোলা।
শিউলি ঝরে গাছের তলে ফুলের মিষ্টি ঘ্রানে
ঢাকের তালে মনটা নাচে লাগে দোলা প্রানে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন