রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন -২৫ ।। কোনটা আসল পূজা — দুর্গা শংকর দাশ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


  

 শরতের আগমন -২৫


কোনটা আসল পূজা

   দুর্গা শংকর দাশ


তুই তো মা,এই ধরা ধামে

   আসবি শরৎ এলে।

      সঙ্গে নিয়ে আসবি অসুর,

          আনবি ছেলে পুলে।।


খোস মেজাজে পূজা পাবি

   মণ্ডপে মণ্ডপে।

       মাতব্বররা করবে খুশি,

           কতই ধূপে দীপে।।


সাজ সজ্জা অনেক দেবে,

   উপচারের ডালি।

      মন্ডা মিঠাই হরেকরকম,

         ভর্তি পূজার থালি।।


দেখাই শুধু সার কথা তোর,

   খাবি  নাতো মোটে।

     তাই বলে তো এত খাবার,

         তোর কপালেই জোটে।।


এদিকে ওই জ্যান্ত মা সব,

   চাইছে খাবার থালি।

       ঘরে বসে চাইছে তারা,

           একমুঠো ভাত খালি।।


তবুও ছেলের হয় না দরদ,

    করতে মায়ের পূজা।

      বুঝিয়ে দে মা তোর ছেলেদের,

          কোনটা আসল পূজা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন