শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —২৩ ।। শরৎ প্রকৃতি — প্রদীপ্ত সামন্ত।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন —২৩


শরৎ প্রকৃতি

প্রদীপ্ত সামন্ত 


বর্ষা ঘন হঠাৎ ফিকে 

রোদ ঝলমল দুপুর, 

ভ্যাপসা গরম ঘাম যে ঝরে  

ফ্যাল ফ্যালে জিব্ কুকুর ।


পুকুর ডোবা খাল নদী বিল 

কানায় কানায় জল, 

দেখতে ভারি টইটম্বুর

করছে টলমল ।


পদ্ম শালুক শ্যাপলা ঝাঁঝি

টগর হেনা জুঁই,

শিউলি বকুল কুড়োতে ভুঁয়ে

একটুখানি নুঁই ।


সর্দি,কাশি জ্বর ও ব্যথায়

ভীষণ হলাম কাবু,

সঙ্গে থাকে পেটের ব্যারাম

পথ্য জোলো সাগু।


বিশ্বকর্মা,ঘুড়ির উড়ান

রান্না পুজোর চল্,

আসার আগেই মনের হরষ

দুর্গা মাই'কি বল।





1 টি মন্তব্য: