শরতের আগমন —২৩
শরৎ প্রকৃতি
প্রদীপ্ত সামন্ত
বর্ষা ঘন হঠাৎ ফিকে
রোদ ঝলমল দুপুর,
ভ্যাপসা গরম ঘাম যে ঝরে
ফ্যাল ফ্যালে জিব্ কুকুর ।
পুকুর ডোবা খাল নদী বিল
কানায় কানায় জল,
দেখতে ভারি টইটম্বুর
করছে টলমল ।
পদ্ম শালুক শ্যাপলা ঝাঁঝি
টগর হেনা জুঁই,
শিউলি বকুল কুড়োতে ভুঁয়ে
একটুখানি নুঁই ।
সর্দি,কাশি জ্বর ও ব্যথায়
ভীষণ হলাম কাবু,
সঙ্গে থাকে পেটের ব্যারাম
পথ্য জোলো সাগু।
বিশ্বকর্মা,ঘুড়ির উড়ান
রান্না পুজোর চল্,
আসার আগেই মনের হরষ
দুর্গা মাই'কি বল।

সুন্দর,অতি সুন্দর।
উত্তরমুছুন