বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন -২১ ।। কাশবনে হারিয়ে যাওয়া — অর্ণব মিত্র।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শরতের আগমন -২১


কাশবনে হারিয়ে যাওয়া

অর্ণব মিত্র 

পুকুরের পাশে সেই গোয়ালঘর ও আমগাছ

ফাল্গুনের শুরুতে মুকুল আসত যার ডালে

এখনো কি সেভাবেই দাঁড়িয়ে আছে!

 

গাছতলায় খেলতাম আমরা,খেলতে আসত

রতন, পিন্টু,অনিমেষ,রাজা

আমাদের পায়ের চঞ্চল শব্দ আজও কি শোনা যায়

জমা হওয়া শুকনো পাতার দুপুরে।

 

তারপর এতোগুলো বছর

কত মেঘ ভেসে গেল পুকুরের ঢেউয়ে

কত মাছের ঘাই মারার চিহ্ন মিশে গেল জলের নিঃশব্দে

 

এখন আমি শহরে,

শরৎ এলে -

জানলা দিয়ে খুঁজি কাশফুল

আর

মনে পড়ে তিরিশ বছর আগে

মাঠ ও ধানক্ষেত পেরিয়ে

ট্রেনলাইনের ধারে

ছুটে গিয়ে

রোদে ভাসা সেই কাশবনে হারিয়ে যাওয়ার কথা ।

                 

1 টি মন্তব্য: