শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

শরতের আগমন —২।। ভাইরাল — সুজিত রেজ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



শরতের আগমন —২


ভাইরাল

সুজিত রেজ


এই তো সেই চলনবিল। নবকৃষ্ণের টহলের সুরে শরতের ভোরের আলো যেখানে ভাইরাল হয়। অক্সিজেন কার্বনের খুনসুটি চলে বাবলা কাঁটার ঘেরাটোপে। 


বাঁশি রঙের আলো  মাছেদের সঙ্গে খেলা করে । আশ্বিনের রোদ মুখ দেখে কাশবনের আয়নায়। আগুন রাঙা কপাল শীতল করব বলে আমি এই কিছুক্ষণ আগে এসে বসেছি তার নৈর্ঋত কোণে।

1 টি মন্তব্য: