বুধবার, ৯ আগস্ট, ২০২৩

অঙ্কুরীশার পত্রিকা ও আপনার অভিজ্ঞতা।। অভিজ্ঞতা -১০ — বিকাশ চন্দ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




অঙ্কুরীশার পত্রিকা ও আপনার অভিজ্ঞতা 


অভিজ্ঞতা -১০

বিকাশ চন্দ 

দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে নিয়মিত প্রকাশ হয়ে আসছে অংকুরীশা ওয়েব ম্যাগাজিন। প্রায় প্রতিবছর অন্তত দুবার ছাপা হয়ে আসে শারদীয়া ও বইমেলা সংখ্যা । প্রতি মাসে ভিন্ন বিষয়, কখনো মনীষীদের স্মরণে, কখনো বিশেষ দিবসের জন্য, কখনো বা তাৎক্ষণিক বিষয়ের উপর অঙ্কুরীশা সাহিত্যের অঙ্গনে নিজেকে মেলে ধরে। বহু প্রথিতযশা কবি-সাহিত্যিক প্রাবন্ধিক ও নবীন প্রবীণের লেখার মেলবন্ধনে সাজানো অঙ্কুরীশার প্রায় নিয়মিত পাঠক আমি। সম্পাদক নিজেও একজন শিক্ষক কবি লেখক প্রাবন্ধিক, সে কারণে পত্রিকার শব্দ ও অক্ষর মাখা অঙ্কুরীশা জীবন ও ছাপা / ওয়েব ম্যাগাজিন অপার মুগ্ধতায় পাঠকের মন ভরিয়ে তোলে। আর অল্প স্বল্প লিখি বলেই বারে বারে পৌঁছে যাই অঅঙ্কুরীশার আমন্ত্রণে অক্ষর সংলাপে। আরো প্রতিষ্ঠিত হোক অঙ্কুরীশা সাহিত্যের দরবারে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন