মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

অঙ্কুরীশা পত্রিকা ও আপনার অভিজ্ঞতা ।। অভিজ্ঞতা -৯ — সোমা চক্রবর্তী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।







অঙ্কুরীশা পত্রিকা ও আপনার অভিজ্ঞতা 



 অভিজ্ঞতা -৯ 
 সোমা চক্রবর্তী 

 " অঙ্কুরীশা " আমাদের প্রাণের পত্রিকা। আমাদের কল্পনায় ভর করা মনের বহিঃপ্রকাশ এখানে, লেখনী'র মাধ্যমে। যেন সুরের মূর্ছনায়, মাধুর্যে, যা হৃদয়ে অনুরণন তোলে। অঙ্কুর হতেই বিশাল মহীরুহের সৃষ্টি। ঠিক আমাদের মতো। যারা লিখতে ভালোবাসে, পড়তে ভালোবাসে, তাদের উৎসাহ আর অনুপ্রেরণা-এই অঙ্কুরীশা পত্রিকা। আমাদের মননে, চিন্তায়, সবার কাছে এই পত্রিকার সাফল্যের পরিব্যাপ্তি ঘটুক, আরও সমৃদ্ধ করুক আমাদের, এই কামনা করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন