বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —৪ ।। স্বাধীনতা — পাপড়ি ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

   



স্বাধীনতা বিষয়ক কবিতা —৪



স্বাধীনতা 

পাপড়ি ভট্টাচার্য


স্বাধীনতা তোমাকে ভালোবাসি
ভালোবাসি তোমার পোশাকের রং সবুজ, সাদা, কমলা।
রোদ বৃষ্টি ঝড় সামলে স্বাধীনতা
বাতাসের বন্ধু হও
স্বাধীনতার তোমার উদার বুক জানি
তোমার চারপাশ বাঁধিয়ে দিয়ে
তোমাকে বন্দী করা মানে -
চারদেয়ালে ঈশ্বরকে বন্দী করা,
স্বাধীনতা তুমি আমাদের গর্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন