বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —২৪।। স্বাধীনতা কে না চায় — প্রদীপ্ত সামন্ত।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





স্বাধীনতা বিষয়ক কবিতা —২৪



স্বাধীনতা কে না চায় 

প্রদীপ্ত সামন্ত 


স্বাধীনতা কে না চায় --

মুক্ত হাওয়া ,পরিচিত গন্ডি থেকে বেরিয়ে 

প্রাণভরে একটু গভীর নিঃশ্বাস ; 

মাছও জাল ছেড়ে জলে ফিরে যেতে চায়, 

পাখি খাঁচা ছেড়ে আকাশে - বন্দী ;

লোহার গরাদ ভেঙে বাইরে  

আবদ্ধ হবে বলে যে সংসার পেতেছিল 

সেই সংসারীও সংসার নামক বন্দি দশা থেকে বেরিয়ে এসে একটু অন্য ভাবে কাটাতে চায় চাকুরিজীবী একঘেয়েমি কাটাতে 

ক'দিনের জন্য ঘুরে আসে

মোদ্দাকথা স্বাধীনতা স্ব অধীনতা নিজের অধীনে থেকে ইচ্ছে খুশি মত কাটাতে প্রত্যেকেই চায়;

প্রত্যেকেই ভালোবাসে...




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন