মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

স্বাধীনতা বিষয়ক কবিতা —২৩।। কেমন স্বাধীনতা — সমর আচার্য্য।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






স্বাধীনতা বিষয়ক কবিতা —২৩



কেমন স্বাধীনতা 

সমর আচার্য্য

আমরা নাকি সভ্য হয়েছি, স্বাধীন হয়েছে দেশ
তবে কেন এখনো ঘরে ঘরে নেই  কান্নার শেষ
এখনো কেন জতুগৃহে নিশীথে লাগে আগুন
পুড়ে মরে মানুষ ,আকাশে ওড়ে স্বার্থান্বেষী শকুন ?
পোড়া লাশের দুর্গন্ধে বাতাস হয় কলুষিত
একদল পিশাচ ঘুরে বেড়ায় হয়ে হর্ষিত
শুধুই নিজের অস্তিত্ব রক্ষার জন্যে এত নিষ্ঠুরতা
এই কি তবে বীর শহীদের রক্তে ভেজা স্বাধীনতা?
এমন স্বাধীনতা তো চাইনি বন্ধু, চাইনি এমন মুক্তি
চেয়েছি শুধু স্বাধীন সভ্য হয়ে পরম আরামের সুপ্তি ।

শাসক এখানে করে না আদর, করে শুধুই শাসন
কুম্ভীরাশ্রু ঝরিয়ে চোখে,রক্ষা করে তার সিংহাসন
তাইতো এখনো ঘরে ঘরে এত কান্নার রোল
পুত্র হারা মা, স্বামী হারা স্ত্রীর ঝরে চোখে জল
বিষাদের জ্বলন্ত চিতায় পুড়িও না আর সভ্যতা
মানুষ হয়ে জন্মেছ যখন দেখাও সবাই মানবতা l

প্রতিবাদের ভাষা হারিয়ে আমরা হয়েছি  দলদাস
নিজের আখের গোছাতে ভুলেছি বিবেকের শ্বাস 
ন্যায়,নীতি,বিবেক,মনুষ্যত্ব সবকিছু দিয়ে বিসর্জন
প্রতিবাদের ভাষা হারিয়ে আমরা হয়েছি বিদ্বজন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন