স্বাধীনতা বিষয়ক কবিতা —২১
নব এক শিহরণে
শ্রীমন্ত দাস
বাংলা হলো রক্ত স্নাত
পলাশীর প্রান্তরে,
মীরজাফরের বেইমানি আর
ক্লাইভের খঞ্জরে।
স্বাধীনতা গেল অস্তাচলে
সিরাজের প্রয়াণে,
পরাধীনতার শিকলে বাঁধলো
ভারতীয় জনগণে।
বাংলা থেকে শাসন শুরু
শোষন ও শাসানি,
করের ভারে জ্বালিয়ে মারতো
ইস্ট ইণ্ডিয়া কোম্পানি।
বাধ্য করতো নীলচাষে তারা
গরীব কৃষকজনে,
শিল্প বিপ্লব চাঙ্গা করতে
নীল যেতো লণ্ডনে।
দেশীয় পণ্য বন্ধ করলো
বিলেতী পণ্য এনে,
বাধ্য করতো ক্রয় করতে
ভারতীয় জনগণে।
সেনাবিভাগে ও পক্ষপাত
করেছে ইংরাজ,
দেশীয় সেনা মান পেতো না
পেতো গোরা বরকন্দাজ।
গর্জায় সিপাহী মঙ্গল পাণ্ডে
সশস্ত্র বিপ্লবে,
সিপাহী বিদ্রোহ নামে সেটি
চির জাগ্রত রবে।
সাঁওতাল চুয়াড় সন্নাসী সহ
আদিবাসী বিপ্লব,
অসহযোগ ভারত ছাড়োতে
উঠে,গেল গেল রব!
শত শহীদের রক্তে রাঙলো
ভারতের ধূলিকনা,
স্বাধীনতা পেলো ভারতবাসী
উড়লো তেরাঙ্গা নিশানা।
সারা ভারতের জনগণ জাগে
১৯৪৭,১৫ই আগষ্ট দিনে,
মুক্তি পেলো বন্দী জীবন
নব এক শিহরণে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন