শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

রম্য কবিতা—৮।। চাইলে মুচি নাপিত খোঁজ — অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




রম্য কবিতা—৮



চাইলে মুচি নাপিত খোঁজ

অশোক ব্যানার্জী


" নাপিত নাপিত,"চ্যাচান জ্যেঠু

সাত সকালে পথের ধারে,

তাকিয়ে দেখি নাপিত বসে

ফুটপাতে ওই একটু  দূরে ।

ভ্রুক্ষেপ নেই সেই দিকে তার,

বলছেন জ্যেঠু,"কোথায় পাই ?

হচ্ছে সময় নষ্ট যে খুব

এক্ষুনি এক নাপিত চাই।"

" ওইতো নাপিত দেখেছো নাকি?

ওই নাপিতে নেই কি রুচি ?"

প্রশ্ন শুনে বলেন জ্যেঠু,

" আসলে এক চাইছি মুচি !

অফিস যাবার সময় হল

একপাটি জুতো গেছে ছিঁড়ে,

তাইতো আমি চাইছি মুচি

নেবো সেটা সেলাই করে ।"

" তবে কেন নাপিত ডাকো ?"

প্রশ্ন করি অবাক হয়ে ।

" চাইলে মুচি পেতাম কোথায় ?

নাপিত ডাকি বাধ্য হয়ে ।"

ব্যাখ্যা করে বলেন জ্যেঠু,

" কাজের সময় চাইবে যেটা

লক্ষ্য করে দেখবে তুমি

কক্ষনো না পাচ্ছ সেটা ।

দরকার খুব একটা মুচির

তাইতো চ্যাচাই নাপিত বলে

ওই দেখনা রাস্তা দিয়ে

একটা মুচি আসছে চলে ।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন