রম্য কবিতা —৩১
লজ্জা
বিশ্বজিত মুখার্জী
ভারত ভূমে ক্ষুধার পেটে
নগ্ন শরীর চোখের ঘুমে,
আর একটা টেনে হিচড়ে...
মত্ত থাকে যৌন চুমে!
চন্দ্রযানে সামিল হয়ে
মেধা স্বত্ত পূরণ করা,
নির্যাতিতা বস্ত্রহীনা...
লাজ লজ্জা সর্বহারা।
লজ্জা মাখা আতঙ্কেই-
জনমানসে বইছে ঝড়,
গোপন রেখে কারা যেন...
প্রশ্নবানে নিরুত্তর।
চাইনি আমি এমন ধারা
সুস্থ ভাবে সহাবস্থান...
তিনটে কেন বিশটা হোক
চাঁদের বুকে চন্দ্রাভিযান।
ভারত ভূমি পূণ্যভূমি
সতীমাতার শান্তিধাম,
মাতৃত্বের জলাঞ্জলি...
বাড়ছে কেন ধর্ষকাম?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন