সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রম্য কবিতা —২৫ ।। আদর করে নদী'কে — সোমা চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



রম্য কবিতা —২৫



আদর করে নদী'কে 

সোমা চক্রবর্তী


সূর্যটা টুপ করে ডুববে একটু বাদেই, নদীর জলে সারাদিনের প্রচণ্ড উত্তাপে খাক-হয়ে, এবার জলে ডুব দিয়ে তার শান্তি

সোনালি-কমলা আলো ছড়িয়ে, আদর করে নদী'কে! প্রতিদিন তো এইভাবে নদী'কে আদর  করে সূর্যের শান্তি

সারাদিন নদী তাকিয়ে থাকে আকাশের দিকে
অতোটা পথ জ্বলতে-জ্বলতে সে আসবে গোধূলি-বেলায়!
সূর্য ডুব দেবে নদী'র জলে 

তখন সে আর
আকাশের নয়, সম্পূর্ণ নদী'র হয়ে যাবে ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন