রম্য কবিতা —২৩
অন্যপ্রেম বন্যপ্রেম
স্মৃতি শেখর মিত্র
একদিন তোমার সব বইখাতা ছিঁড়ে
টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দেব।
পেন পেনশিল, এমনকি তোমার মোবাইলটাও
শিলনোড়া দিয়ে গুড়িয়ে দেব।যা কিছু সরঞ্জাম
সব ধূলোয় লুটিয়ে দেব। এইসব কথা শুনতে শুনতে আমি অনুভূতি শূন্য হয়ে গেছি।যেন—
কোন এক মেষশাবক বাঘিনীর গুহায় বসে আছি। আমার সমস্ত শক্তি হরণ হয়েছে
কোন এক অদৃশ্য যাদুর ছোঁয়ায়। এভাবেই নিত্যদিন
কবিতা চর্চা করা। ধীরে ধীরে আমি বিদ্যাদায়িনী মা সরস্বতীর
স্মরণ নিয়ে তাঁর পরম ভক্ত হয়ে উঠেছি। মা! তুমি
আমায় বাঁচাও। তুমিই আমার হয়ে দু চারটে
কবিতা লিখে দিয়ে যাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন