রম্য কবিতা —২১
কথা দিলাম
তীর্থঙ্কর সুমিতকথা দিলাম আমি আর কাঁদবো না
লাল বেনারসির সাজে
সোনালী ভেলে বেশ লাগছে বেশ
কথা দিলাম আমি আর কাঁদবো না
সাজানো বাগানে আজও গোলাপ ফোটে
গন্ধরাজে ভরে গন্ধ
ভ্রমরা আসে, কলিতে জাগে ব্যাকুলতার ছন্দ
কথা দিলাম আমি আর কাঁদবো না
উঠুক সূর্য ছড়াক আলো মনের কোণে মুছুক কালো
উদাসী বাতাস মেখে প্রশ্নের আসুক আমায় ঘিরে
ঢেকে নেবো ছায়াপথ বাউলের সুরে
কথা দিলাম আমি আর কাঁদবো না
ভেসে যাবো নদী স্রোতে
কোনো অস্থির মানচিত্রের বুকে
তুমি হাসবে,লাল সিঁদুর হাসবে,লাল চেলি হাসবে
হাসবে আটচল্লিশটা মাসের যন্ত্রনা
কথা দিলাম আমি আর কাঁদবো না
হিসেবে রাখা কৌটোগুলো
আজ সহায়তার তাগিদে বাঁচার মন্ত্র পেয়েছে
আলতা পায়ে উঠে আসা নৌকায়
আমার ছেলেবেলা ভেসে গেছে
কোনো অলোকানন্দার জলে
কথা দিলাম আমি আর কাঁদবো না।
ঢেকে নেবো ছায়াপথ বাউলের সুরে
কথা দিলাম আমি আর কাঁদবো না
ভেসে যাবো নদী স্রোতে
কোনো অস্থির মানচিত্রের বুকে
তুমি হাসবে,লাল সিঁদুর হাসবে,লাল চেলি হাসবে
হাসবে আটচল্লিশটা মাসের যন্ত্রনা
কথা দিলাম আমি আর কাঁদবো না
হিসেবে রাখা কৌটোগুলো
আজ সহায়তার তাগিদে বাঁচার মন্ত্র পেয়েছে
আলতা পায়ে উঠে আসা নৌকায়
আমার ছেলেবেলা ভেসে গেছে
কোনো অলোকানন্দার জলে
কথা দিলাম আমি আর কাঁদবো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন