রম্য কবিতা -১৯
চোর
সুজিত রেজ
হাত বাড়াও —ছুঁয়ে দাও হে অস্পৃশ্য!
উচ্ছিষ্টভোগী আমি বধ্যভূমি চতুর্পার্শ্ব।
নিঃস্ব রিক্ত হতশ্রী নিঃসম্বল ব্যোম
পাখির যা পালক ভালুকের তা লোম।
গর্ভগৃহে বসে সময়ের দাঁড়কাক
কর্কশ তার গলা শ্রমণ পোশাক।
বাদাম গাছের তলায় সুতোর কুয়াশায়
আলো ভেঙে যাচ্ছে দফায় দফায়।
তখনও আকাশ দাঁড়িয়ে হাতে নিয়ে ভোর
গর্ভগৃহে শব্দ খোঁজে রাত জাগা চোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন