রম্য কবিতা —১৭
সরে গেছে দূরে
বিকাশরঞ্জন হালদার
নিয়তির মত নির্জন সেই পথ, যেখানে তৃষ্ণা দুর্নিবার
তোর নাকের নোলক,চোখের কাজল, ডুরে শাড়ির টান, লুকিয়ে রাখি বুকের কৌট ভরে
এখন মলিন। এখন পাংশু। সে-সব ছিলো স্বপ্নে বোনা দিন! কত-কিছু আলো-অন্ধকার
বাধ্য হয়ে তুইও নেই। আমি এখন যেমন-তেমন কেউ! কাছগুলো আজ সরে গেছে দূরে ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন