রম্য কবিতা —১৬
কাঁচপোকা হয়ে
সোমা চক্রবর্তী
বেশ হতো যদি ছেলে হতাম
তোর পাশে গিয়ে শুয়ে পড়তে পারতাম, এক কাপ চা নিয়ে
কত হিসেব করে চলা
পোশাকি কথায় ঢেকে রাখা নিজেকে!
কাঁচপোকা হয়ে
ছারপোকা'কে ভালোবেসে যাও
নিস্তব্ধ দুপুরে, ঘুঘু ডেকে যায়, ঘু-ঘু
মাঝে মাঝে
নির্জন বালুচর ধূ ধূ ...
খুব সুন্দর কবিতাটি। ভালো লাগলো।
উত্তরমুছুন