বুধবার, ১২ জুলাই, ২০২৩

রম্য কবিতা —১৩।। রহস্য ভেদ — দীপক বেরা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





রম্য কবিতা —১৩



 রহস্য ভেদ 

দীপক বেরা 


কথায় কথায় তোমার বিচ্যুতি, মিথ্যার বেসাতি
নাটুকেপনার ভাঁজ এবং প্যাঁচ
অথচ হাবভাবে বেশ আভিজাত্যের ছাপ
সাহেবিয়ানায় সজ্জিত লাঞ্চ-ডিনার টেবিল 
উপাদেয় খাবারে হাঁ-করা মুখেও অন্যমনস্কতা
আসলে মনের মধ্যে দুরভিসন্ধির সুতো বুনছ
বিচিত্র কারুকাজে, জিলিপির প্যাঁচ কষে। 
ঘরের জানালাটা খোলা, কেউ আবার 
দেখে ফেলে যদি পর্দার আড়ালে, তাই ভয় 
মানে সামাজিকতার ভয়, একটু চক্ষুলজ্জা
পরক্ষণেই স্বাভাবিক হওয়ার সৌখিন অভিনয়! 
এদিকে সমৃদ্ধ লাঞ্চ-ডিনারের পাত থেকে 
গড়িয়ে পড়ে ক্লু, উড়ে যায় অজান্তেই
কত যে বর্ণগন্ধময় সংকেত দিন-রাতের বাতাসে... 
কৃত্রিম কৃৎকৌশলের ভাণে মুখমণ্ডলের দেওয়াল 
কত আর চিত্রিত করবে? 
দলে পিষে যাওয়া মথিত ঘাসের গন্ধ 
আর ডানাছেঁড়া ঝিঁঝি'র আর্তনাদে
রহস্য ভেদ করে ঠিক বেরিয়ে আসবে সত্যের স্বর! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন